Type Here to Get Search Results !

দিল্লি যাচ্ছেন অধীর

দিল্লি যাচ্ছেন অধীর
কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি অধীর চৌধুরী দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সারা দেশে কংগ্রেস ৯৯টি সিট পেলেও বাংলা থেকে মাত্র একটি - ঈশা খান চৌধুরী। সেই প্রেক্ষিতে অধীরকে ডেকে পাঠানো খুবই তাৎপর্যপূর্ণ। আগামী ২৮ জুলাই রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর উপস্থিতিতে হবে বৈঠক। সেই বৈঠক থেকেই ঠিক হতে পারে কার হাতে থাকবে প্রদেশ কংগ্রেসের ভার। বাংলার প্রায় ২০ জন প্রতিনিধি যোগ দেবেন ওই বৈঠকে। প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে ? এই নিয়ে জল্পনা চলেছে। বহরমপুরে পরাজয়ের পরেই অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। এবার? লোকসভা ভোটে তাঁর এই পরাজয় রাজনীতিতে ইন্দ্রপতন বলেই মনে করেন অনেকে। এই পরিস্থিতিতে পরবর্তী সভাপতি কে হতে পারেন? নাকি অধীরই ধরবেন হাল, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। অধীর নিজেই দুঃখ করে বলেছিলেন, সারা জীবন তিনি রাজনীতি ছাড়া কিছু করেন নি। তিনি অর্থ উপার্জনের কোনো কাজ জানেন না। তিনি যে এখন কি করবেন তা তিনি নিজেও বুঝতে পারছেন না। এখন দেখার যে অধীর চৌধুরীকেই সভাপতি হিসাবে আবার রাখা হয় কিনা! নাকি নতুন কোনো মুখ আসবে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.