Type Here to Get Search Results !

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ শুরু - প্রাথমিক ইঙ্গিত - তৃতীয় পর্যায়

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ শুরু - প্রাথমিক ইঙ্গিত - তৃতীয় পর্যায়
স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা, শাশ্বতী চ্যাটার্জী : নির্দিষ্ট সময় লাল ফাইল নিয়ে রাষ্ট্রপতিভবন থেকে অর্থমত্রী নির্মলা সীতারমণ এসে উপস্থিত হন সংসদ ভাবনে। সকলের শুভেচ্ছা নিয়ে তিনি শুরু করেছেন বাজেট পেশ। ইতিমধ্যে বিজেপি সাংসদরা টেবিল চাপড়ে তাঁর বাজেটকে স্বাগত জানাচ্ছেন। প্রাথমিক ইঙ্গিতে যা জানা যাচ্ছে - এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর ৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷ * ২০২৪-২৫ আর্থিক বছরের বেশ কিছু জিনিসের উপর শুল্কে ছাড় দেওয়া হচ্ছে। ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক। * বিহারের জন্য বিশেষ ঘোষণা। গঙ্গায় তৈরি হবে ব্রিজ, হাইওয়ে তৈরির জন্য দেওয়া হচ্ছে ২৬০০০ কোটি, খোলা হবে নতুন মেডিক্যাল কলেজ। * পর্যটন প্রসঙ্গে বিশেষ ঘোষণা করা হল বাজেটে। সেখানেও গুরুত্ব পেল বিহার। তৈরি হবে কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো করিডর। এছাড়া বিহারের রাজগীরের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। বাজেটে উল্লেখ রাজগীর, নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কথা। এছাড়া ওড়িশার কথাও বলেছেন অর্থমন্ত্রী। সেখানে পর্যটনের উন্নতির জন্য আর্থিক সাহায্য করবে সরকার। * বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, “বিহারে বারবার বন্যা হয়। বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্রকল্পে বরাদ্দ করা হবে ১১,৫০০ কোটি টাকা। অসমেও ফ্লাড ম্যানেজমেন্টের জন্য দেওয়া হবে অর্থ সাহায্য। হিমাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণেও সাহায্য করবে সরকার।” * নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়ছে অনেকটা। অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিপুল বিনিয়োগ করা হয়েছে, যা অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। আগামী ৫ বছরেও সেই ক্ষেত্রে জোর দেওয়া হবে। ১১১১১১১ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেনিচারে দেওয়া হয়েছে, যা জিডিপির ৩.৪ শতাংশ। সামগ্রিকভাবে এখন পর্যন্ত এই বাজেটকে খুবই সদর্থক বাজেট বলছেন অর্থনৈতিক বিশেষকেরা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.