Type Here to Get Search Results !

রঙিন শাড়ি পরে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

রঙিন শাড়ি পরে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা, শাশ্বতী চ্যাটার্জী : ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ - যিনি সপ্তমবার কেন্দ্রীয় বাজেট পেশ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই পরিচ্ছন্ন ইমেজের মানুষ। তাঁর শাড়ি প্রীতির কথা আপামর ভারতবাসী জানেন। সরকার কতটা জনমুখী বাজেট পেশ করে, তার দিকেই নজর সকলের। তবে আশা-প্রত্যাশার ভিড়ে প্রতিবারই নজর কাড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজেট পেশের আগেই লাল ট্যাবলেট হাতে ক্যামেরায় ধরা দিলেন অর্থমন্ত্রী। এবার তাঁর পরনে ক্রিম রঙের শাড়ি, বেগুনি রঙের পাড়। তাঁর ব্লাউজের রঙও গাঢ় বেগুনি রঙের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, সেই সময় তিনি নীল রঙের তসর সিল্ক পরেছিলেন। আজকের বাজেটের জন্য় অর্থমন্ত্রী বেছে নিয়েছেন ক্রিম রঙের সিল্কের শাড়ি। * ২০১৯ সালে প্রথমবার ব্রিফকেসের বদলে বই-খাতা হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সেই বাজেটে তিনি গাঢ় গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন। * ২০২০ সালে হলুদ-সোনালি রঙের সিল্ক শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। * ২০২১ সালের বাজেটে সবার মুখে ঘুরছিল নির্মলা সীতারামনের শাড়ির প্রশংসা। সেই বাজেটে তিনি পরেছিলেন লাল ও সাদা রঙের পোচামপল্লি শাড়ি। * ২০২২ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেছে নিয়েছিলেন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি। বাদামি রঙের শাড়িতে মেরুন ও রুপোলি সুতোর কাজ ছিল। * ২০২৩ সালের বাজেটে লাল শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর আজকের বাজেটের জন্য অর্থমন্ত্রী বেছে নিয়েছেন ক্রিম রঙের সিল্কের শাড়ি। সাদা চুলে উজ্জ্বল চশমা শোভা পাচ্ছে তাঁর চোখে। মাঝে মাঝেই রুমাল দিয়ে চোখের ঘাম মুছছেন তিনি।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.