লোকসভা অধিবেশনে 'স্টুপিড' শব্দ ব্যবহার করে বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
জুলাই ২৪, ২০২৪
0
লোকসভা অধিবেশনে 'স্টুপিড' শব্দ ব্যবহার করে বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
প্রাক্তন প্রধান বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ বাজেটের উপর আলোচনায় অংশ নেন। তাঁর প্রথম বক্তৃতা শোনার জন্য সকলেই অপেক্ষা করছিলেন। আর প্রথম বক্তৃতা দেওয়ার সময়ই কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপ-দলনেতা গৌরব গগৈয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাজেট বক্তৃতায় তমলুকের বিধায়ক অতিরিক্ত সময় নিচ্ছেন বলে আপত্তি এসেছিল বিরোধী বেঞ্চ থেকে। দিলীপ সাইকিয়াও প্রাক্তন বিচারপতিকে এক মিনিটে তাঁর বক্তৃতা শেষ করতে বলেন। এর পরেই অভিজিৎ বলেন, "যাঁরা আমায় বক্তৃতা শেষ করতে বলছেন, তাঁদের বলি, আমি আমার বক্তৃতা শোনার জন্য তাদের এখানে থাকতে বলিনি।” এর পরেই বিরোধীরা শুরু করে চিৎকার।
তখনই কংগ্রেসের লোকসভার উপ-দলনেতা গৌরব গগৈ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। অতীতে এক টিভি সাক্ষাৎকারে, বিজেপির প্রথমবারের বিধায়ক বলেছিলেন, মহাত্মা গান্ধীকে হত্যার পিছনে গডসের কী প্রেরণা ছিল, তা না বুঝতে পারলে, গান্ধী এবং গডসের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়াটা তাঁর পক্ষে অসম্ভব। সেই প্রসঙ্গে গৌরব গগৈ অভিজিতকে প্রশ্ন করলে অভিজিৎ বলেন, "স্টুপিডের (নির্বোধ) মতো কথা বলবেন না।” এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। বিরোধীদের চাপে অভিজিতের ব্যবহার করা শব্দ রেকর্ড থেকে মুছে ফেলা হয়।