Type Here to Get Search Results !

বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের জন্য বাজেটে ভারতের ব্যয় বরাদ্দ

বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের জন্য বাজেটে ভারতের ব্যয় বরাদ্দ
ভারত সরকার মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন। তা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে চলেছে বিস্তত বাক বিতন্ডা। কিন্তু ভারতের বাজেটে প্রতিবেশী ছোট রাষ্ট্রগুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য কিছু টাকা সব সময় বরাদ্দ করা হয়। এবারও তা করা হয়েছে। মন্ত্রকের অধীনে এই বরাদ্দ হয়ে থাকে। ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশগুলি এই সাহায্য পায়। এ বছর তার অন্যথা হয়নি। তবে পূর্ববর্তী বছরের তুলনায় বরাদ্দের অঙ্কে পরিবর্তন এসেছে। মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট মুইজ্জু আসার পরে মালদ্বীপ যথেষ্ট পরিমাণে ভারত বিরোধিতা শুরু করেছিল। তাই মালদ্বীপের বরাদ্দ কিছুটা কমেছে। এবার সামনে এসেছে বিস্তারিত হিসাব। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারত সবথেকে বেশি টাকা দিয়েছে ভুটানকে। ভারত-বন্ধু ভুটানের জন্য ২ হাজার ৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভুটানের জন্য বরাদ্দ হয়েছিল ২ হাজার ৩৯৮ কোটি টাকা। ভুটানের পর সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে নেপালের জন্য। ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রতিবেশী দেশকে। ২০২৩-২৪ সালের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে শ্রীলঙ্কার জন্য। ঋণে জর্জরিত শ্রীলঙ্কার জন্য এই অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ২৪৫ কোটি টাকা। গতবছর মলদ্বীপের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তবে এ বার হয়েছে মাত্র ৪০০ কোটি টাকা। এই দেশ ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমারের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। আফগানিস্তানকে দেওয়া হবে ২০০ কোটি টাকা। গত অর্থবর্ষে তা ছিল ২২০ কোটি টাকা। বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। মায়ানমারের জন্য বরাদ্দ কমিয়ে ২৫০ কোটি টাকা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.