বিধানসভায় বিরোধী দলনেতাকে শারীরিক নিগ্রহ - অভিযোগ বিজেপির
জুলাই ২৪, ২০২৪
0
বিধানসভায় বিরোধী দলনেতাকে শারীরিক নিগ্রহ - অভিযোগ বিজেপির
এবার বিধান সভাও কি হয়ে উঠছে মস্তানির জায়গায়? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর অভিযোগ, অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন।বিধানসভার অধ্যক্ষকে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে এমনটাই খবর। ঘটনার সত্য মিথ্যা বিচার করার সময় এখনও আসে নি। দেখা হয় নি সি সি ক্যামেরা।
তবে ওই বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিধানসভা চত্তরে। বিধানসভা সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন, মাধ্যমিকে ফেল করেছেন তপন চট্টোপাধ্যায়ের মেয়ে। একাধিক ফ্ল্যাট আছে। এই নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের। তপন চট্টোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, কোনও শারীরিক নিগ্রহ করা হয়নি। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ও জেলা পুলিশে পাল্টা অভিযোগ জানিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তপনবাবু সংবাদ মাধ্যমকে জানান, লোকসভার সময় শুভেন্দু তাঁর এলাকায় গিয়ে মেয়েকে অসম্মান করেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার করেছে। কলকাতায় দুটো ফ্ল্যাট নাকি আছে আমার। তাই চাবি চেয়েছি। এখন বিষয়টা স্পিকারের হাতে।