পশ্চিম বাংলার সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১০১ - উল্লোসিত বন দফতর
জুলাই ২৪, ২০২৪
0
পশ্চিম বাংলার সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১০১ - উল্লোসিত বন দফতর
মাঝে পশ্চিমবঙ্গের সুন্দর বনে বাঘের সংখ্যা কমে যাচ্ছিলো। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, চোরা শিকারীর আক্রমন, খাদ্যের সংকট - ইত্যাদি কারণেই কমে যাচ্ছিলো বাঘের সংখ্যা। কিন্তু বুধবার বিধানসভার তথ্য বলছে বছর বাঘের সংখ্যা বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে রয়েছে সুন্দরবন। অনেক সময়েই ঘন বনের সীমানা পেরিয়ে বাঘ চলে যায় অন্যত্র। ফলে চূড়ান্ত সংখ্যা সব সময় জানা যায় না। তবে এখন অনেক বিজ্ঞান সম্মতভাবে ব্যাঘ্রসুমারী হয়। মঙ্গলবার বিধানসভায় বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান সুন্দরবনে বাঘের সংখ্যা এ বছর হয়েছে ১০১। সম্ভাবনা ছিল। অবশেষে বিশেষজ্ঞদের ধারণা সত্যি বলে প্রমাণিত হল। সুন্দরবনে বাঘের সংখ্যা পার হল সেঞ্চুরি। তবে সংখ্যা কিছু বাড়তে পারে, কিন্তু কমবে না।
বনমন্ত্রী জানান, ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। ২০১৪-এ এই সংখ্যা ছিল ৭৬। তার আগে ২০১০-এ বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ৭৪ টি। গত বছর সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়। দেশজুড়ে রাজ্যভিত্তিক বাঘগণনার অংশ ছিল এই উদ্যোগ। সু্ন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ক্যামেরা ট্র্যাপ বিশেষ কার্যকর হয় এই শুমারিতে। বনকর্মীদের পাশাপাশি এই প্রকল্পে জড়িত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। সকলের সমবেত চেষ্টাতেই এই সাফল্য এসেছে বলেই বনমন্ত্রী জানান। প্রসঙ্গত পরিবেশবিদদের মতে, বাঘের সংখ্যার উপর নির্ভর করে সুন্দরবনের বাস্তুতন্ত্র৷ তাই বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে সব দিক থেকেই মঙ্গল৷