বাজেট বিরোধী আন্দোলনে দিল্লিতে ফেটে পড়েছে ইন্ডিয়া জোট
জুলাই ২৪, ২০২৪
0
বাজেট বিরোধী আন্দোলনে দিল্লিতে ফেটে পড়েছে ইন্ডিয়া জোট
স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা, শাশ্বতী চ্যাটার্জী : গতকাল বাজেট ভাষণ চলাকালীন ক্ষোভ প্রকাশ শুরু করেন বিরোধী দলের নেতারা। আজ বুধবার কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, অখিলেশ যাদব, দোলা সেন, মহুয়া মৈত্র–সহ আরও অন্যান্য সাংসদরাও বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘বহু মানুষের সঙ্গে বাজেটে অন্যায় হয়েছে। তাঁদের সকলকে ন্যায় পাইয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের আন্দোলন। কেন্দ্রীয় বাজেটে শুধুই বঞ্চনার সাক্ষ্য। আর তারই প্রতিবাদে ফেটে পড়ল ইন্ডিয়া জোট। আজ, বুধবার সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন ইন্ডিয়া জোটের সাংসদরা। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে–সহ অন্যান্যরা আজ ওয়াকআউট করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলেই ক্ষোভ প্রকাশ করেন।
কেন্দ্রীয় বাজেট নিয়ে সমালোচনা গতকাল থেকেই শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। কারণ বাংলা–সহ একাধিক রাজ্যকে ‘বঞ্চনা’ করে শুধু জোটসঙ্গী বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিরাট বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তাই এই বাজেটকে ‘সরকার বাঁচানোর বাজেট’ বলে কটাক্ষ করে বিরোধী দলগুলি। আজ সেই ক্ষোভ আছড়ে পড়ল সংসদের বাইরে। এদিকে বাজেট পেশের পর মঙ্গলবার সন্ধ্যাতেই নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি খাড়গের বাসভবনে বৈঠকে বসেন বিরোধীদের মিলিত মঞ্চ ‘ইন্ডিয়া’র নেতারা। সেই বৈঠকেই স্থির হয়, বুধবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখানো হবে। তার সঙ্গে আগামী ২৭ জুলাই যেসব রাজ্যে কংগ্রেস আছে সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন না নীতি আয়োগের বৈঠকে। রাতেই খবর আসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন নীতি আয়োগের বৈঠক। কারণ কেন্দ্রীয় বাজেটে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। এই বাজেট নিয়ে সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘এটা প্রকৃত অর্থেই কুর্সি বাঁচাও বাজেট।