Type Here to Get Search Results !

ঝড় মন্থার প্রভাব: অন্ধ্র উপকূলের পর বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ


ঝড় মন্থার প্রভাব: অন্ধ্র উপকূলের পর বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। আছড়ে পড়ার পর ধীরে ধীরে এর শক্তি কমে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় প্রবল বৃষ্টি হয়েছে। এর ঝাপটা এখন পড়ছে পশ্চিমবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বুধবার দিনভর বৃষ্টি ও দমকা হাওয়া চলবে বলে পূর্বাভাস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিমি পর্যন্ত হতে পারে।


মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে।

এদিকে পুরুলিয়া ও পূর্ব বর্ধমান বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। চাষিরা অসময়ের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় ত্রিপল দিয়ে জমি ঢেকে রাখছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.