বার বার নেপালে বিমান দুর্ঘটনা ঘটছে কেন?
জুলাই ২৪, ২০২৪
0
বার বার নেপালে বিমান দুর্ঘটনা ঘটছে কেন?
এমনিতেই হিমালয়ের কোলে অবস্থান করা নেপালে প্রাকৃতিক বিপর্যয় লেগেই আছে। তারমধ্যে আছে বিমান দুর্ঘটনা। বুধবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে, গড়ে বছরে প্রায় একটি করে বিমান দুর্ঘটনা নেপালে ঘটে। কিন্তু কেন? ১৯৬২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। মৃত্যু হয়েছে ৯৫০ জনেরও বেশি মানুষের। এতগুলি দুর্ঘটনার বেশিরভাগই নেপালের দেশীয় বিমানসংস্থার। একই বিমানসংস্থার বিমান বারবার ভেঙে পড়ার পরেও সে দেশের সরকার তেমন কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এই বিষয়ে এবার নেপাল সরকারের ভাবার সময় এসেছে।
১৯৯১ সালের পরে নেপালে বেসরকারি উড়ান সংস্থার দরজা খুলে দেওয়া হয়। এতে নেপালের পর্যটন ও যাতায়াতে উন্নতি হয় ঠিকই। কিন্তু বাড়তে থেকে বিপদ। বেসরকারি বিমান সংস্থাগুলি বহু পুরনো। অন্য দেশে বাতিল করে দেওয়া বিমান কিনে এনে, সেখানে ব্যবসা করছে বলেও আগে অভিযোগ উঠেছে। পাশাপাশি দুর্ঘটনার পর সঠিকভাবে তদন্ত না হওয়া। তদন্ত করে কারও গাফিলতি পেলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হয়না বলেও অভিযোগ। এর জেরেই ২০১৩ সালের ডিসেম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন নেপালের সব বিমান সংস্থাকেই ব্যান করে। কিন্তু তাতেও সমস্যা মিটছে না।