Type Here to Get Search Results !

পাকিস্তানি হাই কমিশনের আধিকারিককে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

 পাকিস্তানি হাই কমিশনের আধিকারিককে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ 



  অভিযোগ তিনি দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত। ভারত সরকারের হাতে এই তথ্য আসতেই তাকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারতে পাকিস্তান হাই কমিশনার ওই কর্মী তার অফিসিয়াল স্টেটাসের বাইরে গিয়ে সন্দেহজনক কার্যকলাপ করছিলেন। সেই কারণেই তাঁর উপরে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘পারসনা নন গ্রান্টা’ হিসাবে। অর্থাৎ তাঁর এই দেশে থাকার আর অধিকার নেই। ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক এই বিষয়ে পাকিস্তান হাই কমিশনকেও নোটিস পাঠিয়েছে।


  বিদেশ মন্ত্রকের তরফে পাক হাই কমিশনকে স্পষ্ট বার্তায় জানিয়েছে যে ভারতে থাকা পাকিস্তানি কূটনীতিক বা অন্য কোনও আধিকারিক যেন তাদের সুবিধা বা পদের অপব্যবহার না করে। এই বিষয়টি পাক সরকারকে নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্রের খবর, পাক হাই কমিশনের অন্দরে কাজ করা ওই ব্যক্তি ভিসা পরিষেবার আড়ালে গুপ্তচরবৃত্তি করছিলেন। ভারত সরকার তা জানতে পেরেই দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ১৩ মে-ও এক পাকিস্তানি আধিকারিককে একইভাবে ফেরত পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.