Type Here to Get Search Results !

ইউনুসের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি

 ইউনুসের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি 



  এখন মহম্মদ ইউনুসের পদত্যাগ কি শুধু সময়ের অপেক্ষা। ৯ মাস ধরে বাংলাদেশে চলেছে অন্তরবর্তী সরকার। তার প্রধান ইউনুস কিছুতেই নির্বাচনের বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন না। ফলে ক্ষোভ জমছে মানুষের মানে। 

অবিলম্বে নির্বাচন চেয়ে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে ইউনূস পদত্য়াগ করতে পারেন, এমন জল্পনাও শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই খালেদা জিয়ার দল বিএনপি স্পষ্ট করে দিল, নির্বাচন না হলে সরতেই হবে ইউনূসকে। বিকল্প যে তৈরি হয়ে যাবে, সেটাও বলে দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। সালাহউদ্দিন বলেন, “উনি নিজে দায়িত্ব ছাড়তে চান। আমরা তো বলিনি। আমরা তো চাইনি। আমরা শুধু চাই উনি নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন।” বিএনপি চায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্মানের সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করুন ইউনূস। এদিকে খবরে প্রকাশ শনিবারই মহম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন। 


  এদিকে বিএনপি নেতা ইউনুসকে কড়া বার্তা দিয়ে বলেন,"মনে রাখতে হবে, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।” বিচার এবং সংস্কারের অজুহাতে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে বলেও একটি সভায় মন্তব্য করেন সালাহউদ্দিন। এর আগে বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভিও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। সম্প্রতি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামানও নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছিলেন, ‘দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার।" সবটা মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি বাংলাদেশের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.