বিনোদন
কৃত্তিকার পারফমেন্স-এ উদ্বেলিত মিঠুন
একটি বাংলা টেলিভিশনে জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে মঞ্চ কাঁপালেন ITI ছাত্রী বহড়ুর কৃত্তিকা মুখোপাধ্যায়। চোখ ধাঁধানো নাচে সব বিচারকদের পাশাপাশি মহাগুরু তথা মিঠুন চক্রবর্তীর মন জয় করলেন। কৃত্তিকা দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত বহড়ু মাঝের পাড়ার বাসিন্দা। বাবা বিমান মুখোপাধ্যায় রেল কর্মী এবং মা কাঞ্চন মুখোপাধ্যায় গৃহবধূ। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি কৃত্তিকার নাচের প্রতি ছিল বিশেষ আগ্রহ।
কৃত্তিকার স্বপ্ন ছিল সুপরিচিত বাংলা টেলিভিশন চ্যানেলে পারফর্ম করার। তাই উচ্চমাধ্যমিক পাশ করে ITI নিয়ে পড়াশোনার পাশাপাশি জোর কদমে শুরু করেন নাচের অনুশীলন।
চলতি বছরের জানুয়ারি মাসে চুঁচুড়ায় অডিশনে অংশ নেন কৃত্তিকা এবং মনোনীত হন। এরপরই স্বার্থক হয় তাঁর স্বপ্ন। ১৮ মে বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়্যালিটি শোয়ে সম্প্রচার হয় তাঁর নাচ। বাংলা ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চ পর্যন্ত কৃত্তিকা এই সফর সম্পর্কে বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পারফর্ম করব। তার জন্য দিনের পর দিন কঠোর অনুশীলন করে আজ সফল হয়েছি।” আগামী দিনে এগিয়ে যেতে সকলের আশীর্বাদ চান কৃত্তিকা। স্বনামধন্য বিচারকদের সামনে নাচতে পেরে খুশি কৃত্তিকা। তিনি বলেন, “ছোটবেলা থেকে যেসব গুণী মানুষদের টিভির পর্দায় দেখে এসেছি। আজ আমার সামনে বসে তাঁরা আমার নাচ দেখছেন, এটাই আমার বড় পাওনা।” কৃত্তিকার নাচ দেখে মিঠুন চক্রবর্তী খুশি হয়ে তাঁকে আরও এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করলেন।