দঃ ২৪ পরগনা
গোবর্ধনপুরে সমুদ্রবাঁধ নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
গোবর্ধনপুরে সমুদ্রবাঁধকে কিছুতেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। ফলে গভীর সংকটে ওই অঞ্চলের বাসিন্দারা। স্থানীয়দের মধ্যে অনেকেই বাঁধ সংলগ্ন এলাকা থেকে অন্যত্র সরে যাচ্ছেন। বর্ষার আগেই এমন অবস্থা হওয়ায় খুবই আতঙ্কিত সকলে। গোবর্ধনপুর সমুদ্র সৈকত খুব দ্রুত রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছিল। তবে সেই সমুদ্র সৈকতের পাশে এত দ্রুত ভাঙন চিন্তায় রাখছে প্রশাসনকেও। এই জায়গায় আগেও সাত থেকে আট বার তৈরি করা হয়েছে রিংবাঁধ। কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল আয়লা বাঁধ, কিন্তু ভাঙন রোখা যায়নি। এবার বর্ষা আসন্ন আবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। চিন্তায় প্রশাসন।
সেই আয়লাবাঁধও ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপর আবার একটি রিং বাঁধ তৈরি হয়। ঢেকে দেওয়া হয় জিও চট দিয়ে। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ সবকিছু নষ্ট করে দেয়। ইতিমধ্যে আবারও সেখানে প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ভাঙন রোখা জরুরি হয়ে পড়েছে। এই ভাঙন রুখতে প্রশাসনিক বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে রিং বাঁধ দেওয়া হবে। বাঁধের কাছে থাকা ব্যক্তিদের পুনর্বাসন দেওয়া হবে অন্যত্র। এখন দ্রুত এই কাজ শেষ হলে ভাল হয় বলে মনে করছেন স্থানীয়রা।