Type Here to Get Search Results !

মার্কিন সেনেটে এ কি হলো?

 অফবিট 


মার্কিন সেনেটে এ কি হলো?



  মার্কিন সেনেটে উদ্দাম যৌনতা - যা আগে কখনো দেখা যায় নি। সেনেটের একটি কক্ষে প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতায় লিপ্ত যুবক! অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন তিনি। কিন্তু মিলনের আনন্দের পরের পর্ব বিশেষ সুখকর হল না। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই যুবককে বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত হননি তিনি। উলটে বলেন, “আমার কোনও অনুশোচনা নেই। খুব একঘেয়ে লাগছিল, তাই এমনটা করেছি।” বছর পঁচিশের ওই যুবকের নাম আইডান মেইসি।


  সম্প্রতি তিনি তাঁর প্রেমিকাকে নিয়ে সেনেটে আসেন। সেখানেই একটি কক্ষে সঙ্গমে লিপ্ত হন যুগল। এমনকী অন্তরঙ্গ মুহূর্ত মোবাইলে রেকর্ড করে রাখেন আইডান। কিন্তু ভুলবশত সেটি তিনি একটি সমাজমাধ্যমের গ্রুপে পাঠিয়ে বসেন। তারপরই অঘটন। জানা গিয়েছে, এই ঘটনার পর আইডান আমেরিকা ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি যে কাজ করেছি তার জন্য আমি বিন্দুমাত্র লজ্জিত নই। প্রতিদিন ন’ঘণ্টা ধরে আমি সেনেটের ভিতরে বসে থাকি। খুব একঘেয়ে লাগে। বিনোদনের মাধ্যম খুঁজে নেওয়ার অধিকার আমারও আছে।” তিনি আরও বলেন, “সেনেটের ভিতরে আগে অনেকেই এই কাজ করেছেন। আমি প্রথম নই। আমি তাঁদের ভালো করেই চিনি।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.