Type Here to Get Search Results !

সোমবার চিন্ময় মন্ডলকে ডেকেছে বিধাননগর নর্থ থানা

 সোমবার চিন্ময় মন্ডলকে ডেকেছে বিধাননগর নর্থ থানা 



  চাকরিহারা শিক্ষকদের আন্দোলন সামলাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এবার ঘুরিয়ে তাদের উপর চাপ বাড়াচ্ছে পুলিশ। সোমবার বিধাননগর নর্থ থানায় তলব আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে। বিকেল ৪ টের সময় ডাকা হয়েছে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের অন‍্যতম মুখ চিন্ময় মণ্ডলকে। সূত্রের খবর, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগ ও পুলিশকে বাধা দেওয়ার জন্যে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। জানা গিয়েছে, চিন্ময় মন্ডলের নদিয়ার বাড়িতে চিঠি গেল থানা থেকে। পুলিশের তলবের প্রতিক্রিয়ায় রবিবার বিকেলে চিন্ময় মণ্ডল জানান, ‘‘আইনজীবীর পরামর্শ নিয়ে কালকেই যাব। হাইকোর্টের নির্দেশ আছে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আমিও আগামীকালই যাব দেখা করতে৷’’


  তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন চিন্ময় মণ্ডল এমনটাই জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘‘বিগত ১৯ তারিখ ও ২১ তারিখ ডেকে পাঠানো হয়েছিল আমার সহকর্মীদের। এই একই কারণে ডেকে পাঠানো হয়েছিল। আমি সহযোগিতা করব তদন্তে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল ইনভেস্টিগেশন চলবে।’’ প্রসঙ্গত, গত ১৫ মে বিকাশ ভবনের সামনে আন্দোলন চলাকালীন বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে শো-কজ চিঠি দেওয়া হয় বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের। এই তালিকায় ছিল আন্দোলনের অন‍্যতম মুখ চিন্ময় মণ্ডলের নামও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.