অফবিট
পুত্র তেজীকে বহিস্কার করলো লালু প্রসাদ
শনিবার হঠাৎ করেই ভাইরাল হয় লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতে দেখা যায়, লালু-পুত্র দাবি করছেন, যে ১২ বছর ধরে অনুষ্কা যাদবের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে তাঁর। অবশ্য, এই পোস্টকে ভুয়ো বলেই দাবি করেন তেজ প্রতাপ। তিনি জানান, ‘কেউ তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে এমন উল্টোপাল্টা পোস্ট করেছেন। যার কোনও ভিত্তি নেই।’ গোটা ঘটনা সত্যি নাকি মিথ্যা , তা পরের কথা। পোস্ট যখন হয়েছে মাশুলও গুনতে হবে তাঁকেই।
রবিবার, তেজ প্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু। তেজী-প্রেম প্রসঙ্গে লালু বলেন, ‘ব্যক্তিগত জীবনে মূল্যবোধের অভাব সামাজিক ন্যায়বিচারের পক্ষে আমাদের লড়াইকে দুর্বল করে। তেজ প্রতাপের দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে মেল খায় না। তাই আমি তাঁকে দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম। এবার থেকে দল ও পরিবারে তাঁকে কোনও ভূমিকা পালনেই দেখা যাবে না। আগামী ছয় বছরের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে।’
