কলকাতার যে কোনও বহুতলের ছাদে রেস্তোরাঁ বা ক্যাফে তৈরির রেজিস্ট্রেশন বন্ধ - কলকাতা পৌরনিগম
কলকাতা পুলিশের পক্ষ থেকে ৮৩টি রুফটপ রেস্তোরাঁ বা ক্যাফের তালিকা দেওয়া হয়েছে কলকাতা পুরনিগমকে। ছাদ বা রুফটপের মিউটেশন বন্ধ করতে শুরু করেছে পুর প্রশাসন। আর এবার রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনারকে চিঠি দিয়ে রেজিস্ট্রেশন বন্ধ রাখার অনুরোধ জানাল কলকাতা পুরনিগম। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ছাদ কোনওভাবে দখল করা যাবে না। আগে ছাদের উপরে রেস্তোরাঁ বা ক্যাফে বন্ধ করার নির্দেশ দিলেও আদালতের নির্দেশের পর বিরত থাকতে হয়েছে কলকাতা পুরনিগমকে। কিন্তু নতুন করে যাতে ছাদের উপরে কোনও রেস্তোরাঁ না তৈরি হতে পারে, সেই ব্যবস্থা শুরু করেছে পুরনিগম। তার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট অংশে মিউটেশন পদ্ধতি বন্ধ করেছে পুর প্রশাসন।
সম্প্রতি মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপত্তি জানিয়েছিলেন, তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। পদক্ষেপ করতে শুরু করেছে পুর প্রশাসন। পুর কমিশনার ধবল জৈনের তরফ থেকে আইজি রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ, কমিশনার স্ট্যাম্প রেভিনিউ এবং ডিরেক্টরেট রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউকে চিঠি দিয়েছে। পুরনিগমের স্পষ্ট নির্দেশ, যে কোনও বহুতলের ছাদে রেস্তোরাঁ বা ক্যাফে তৈরির রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে।