Type Here to Get Search Results !

জ্যোতি মালহোত্রা মোটেই অনুতপ্ত নন

 অফবিট 


জ্যোতি মালহোত্রা মোটেই অনুতপ্ত নন 



   অনেকটা 'চোরের মায়ের বড়ো গলা' - এমন অবস্থা জ্যোতির। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে হরিয়ানা পুলিশের হেফাজতে জ্যোতি মালহোত্রার বাংলা যোগ ইতিমধ্যে সামনে এসেছে। ISI-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা কলকাতাই নয়, উত্তর ২৪ পরগনার নদীয়া এবং ব্যারাকপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন বলেই জানা গিয়েছে। এসবের প্রেক্ষিপ্তে এখন তদন্তকারী সংস্থাগুলির নজরে বাংলার এক ট্রাভেল ব্লগার। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা । এবার এই ঘটনার তদন্তে উঠে এল নয়া চাঞ্চল্যকর তথ্য।


  তদন্ত সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জেরার মুখে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা তিন ISI এজেন্টের সঙ্গে যোগাযোগ থাকার স্বীকার করেছেন। এই ঘটনায় তিনি এতটুকুও অনুতপ্ত নন বলেই সূত্রের দাবি। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর অধীনে গুরুতর অভিযোগ আনা হয়েছে জ্যোতির বিরুদ্ধে। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের সময় একেবারে 'শান্ত' থেকেছেন জ্যোতি। তার চোখে মুখে অনুশোচনার কোন ছাপ পর্যন্ত নেই বলেও জানিয়েছেন তদন্তকারী সংস্থার ঘনিষ্ঠ সূত্র। পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ স্বীকারের পরও তিনি তদন্তকারীদের বলেন, "আমার কোনও অনুশোচনা নেই।" তদন্তের সাথে জড়িত একজন কর্মকর্তা বলেন, "জ্যোতি মনে করেন তিনি কোনও ভুল করেননি। তিনি বিশ্বাস করেন যে তিনি যা করেছেন তা ন্যায্য।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.