বিনোদন
কান চলচিত্র উৎসবে এবার বাংলাদেশের বিশেষ স্বীকৃতি
এবার কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ আদায় করে নিলো বিশেষ স্বীকৃতি। কান উৎসব নিয়ে সর্বদাই ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে৷ তেমনই ২০২৫ সালের কান উৎসব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বিশেষ করে বাংলাদেশের জন্য যেন এ এক বিরাট প্রাপ্তি৷ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিশেষ সম্মান পেল বাংলাদেশের এক স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘আলি’। কান চলচিত্র উৎসবে এবার বাংলাদেশের বিশেষ স্বীকৃতি পাওয়া স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘আলি’-র জন্য শুভেচ্ছায় ভাসলেন সিনেমার নির্মাতা। পরিচালক আদনান আল রাজীব ও তাঁর টিমকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের শাকিব খান-সহ বিনোদন অঙ্গনের তারকারা। আলি’-র এই সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করে আনন্দ প্রকাশ করলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেতা শাকিব খান।
অভিনেতা নিজের ফেসবুকে একটি পোস্ট করে ‘আলি’র পরিচালক ও গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন । আপ্লুত পরিচালক আদনান পালটা শাকিবকেও ‘ভালবাসি’ বলে ধন্যবাদজ্ঞাপন করেছেন। 'আলি’ একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। পরিচালক আদনান আল রাজীবের ‘আলি’ সিনেমাটির গল্প আসলে এক সংগ্রামের, এক স্বাধীনতার। এই নিয়েই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন আদনান আল রাজীব।
