Type Here to Get Search Results !

গরমে ঘুরে আসুন চুপি পাখিরালয়

 ভ্রমণ 


গরমে ঘুরে আসুন চুপি পাখিরালয় 



  পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চুপি পাখিরালয় রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এখানকার হোটেল ব্যবসায়ীরা এবার পর্যটকদের আকর্ষণ করতে অনন্য চিন্তাভাবনা করলেন। কমবেশি প্রায় প্রত্যেকটা হোটেলের তরফ থেকেই চালু করা হয়েছে বিশেষ অফার। এইসময় যাঁরা চুপি পাখিরালয়ে ঘুরতে আসবেন, তাঁদের জন্য হোটেল ভাড়ায় থাকছে বিশেষ ছাড়। এসি থেকে শুরু করে রয়েছে নন-এসি রুম। স্থানীয় হোটেল মালিক সুজিত হাজরা জানিয়েছেন, “অফ সিজন বলেই এখন ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পর্যটকদের এইসময় ঘুরতে এলে ভাল লাগবে। নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। এছাড়াও আমাদের এখানকার আমের সুনাম রয়েছে, সেই আম পর্যটকরা ঘুরে দেখে মনের মতো করে স্বাদ উপভোগ করতে পারবেন।” 


  চুপি পাখিরালয় জনপ্রিয় পরিযায়ী পাখির জন্য। শীতকালে প্রচুর বিদেশি পাখি দেখা যায় এখানে। তবে এইসময় গেলেও দেখা মিলবে বহু পাখির। এছাড়াও এখন ভিড় তুলনামূলক অনেক কম। তাই এই গরমে যাঁরা ঘুরতে যাবেন, তাঁরা পেয়ে যাবেন একেবারে নিরিবিলি, শান্ত এবং মনোরম পরিবেশ। বন্ধু – বান্ধব, আত্মীয়-পরিজনদের নিয়ে কাটাতে পারবেন দারুন সময়। এছাড়া নৌকা বিহারের ব্যবস্থা তো রয়েছেই। নৌকায় চেপে পাখি দেখার মনোরম দৃশ্য ফ্রেমবন্দি করে নিতে পারবেন পযফটকরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.