Type Here to Get Search Results !

দীর্ঘ ৪৮ বছর পরে জেলমুক্ত হলেন ১০৪ বছরের লখন

 অফবিট 


দীর্ঘ ৪৮ বছর পরে জেলমুক্ত হলেন ১০৪ বছরের লখন 



  অনেকটা সিনেমার মতো বাস্তব ঘটনা। এই ঘটনার সূত্রপাত ১৯৭৭ সালে। উত্তরপ্রদেশের কৌশাম্বি থানা এলাকার গৌরায়ে গ্রামে। এক অশান্তিকে কেন্দ্র করে ওই বছরের ৬ আগস্ট লখনের বাড়িতে মদ্যপ অবস্থায় হামলা চালায় ১০-১২ জন লোক। লাঠি নিয়ে চলে মারামারি। প্রাণে বাঁচতে পালটা হামলা চালান লখন। অভিযোগ, এই ঘটনায় প্রভু সরোজ নামে হামলাকারীদের একজন গুরুতর আহত হন। পরে মৃত্যু হয় তাঁর।


  এই ঘটনায় গ্রেপ্তার করা হয় লখনকে। যদিও পরে জামিন পান তিনি। তবে একেবারে রেহাই পাননি। ৫ বছর পর ১৯৮২ সালে এই মামলাতেই সেশন কোর্ট লখনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পালটা নিজেকে নির্দোষ দাবি করে একের পর এক আদালতের দ্বারস্থ হতে থাকেন লখন। দীর্ঘ বছর ধরে চলতে থাকে এই আইনি লড়াই। শেষে এলাহাবাদ হাই কোর্টেরও দ্বারস্থ হন লখন। দীর্ঘ ৪৮ বছর পর সেখানেই বেকসুর খালাস হলেন শতায়ু লখন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.