Type Here to Get Search Results !

শুভেন্দুকে তীব্র আক্রমন কুনাল ও শশী পাঁজার

 শুভেন্দুকে তীব্র আক্রমন কুনাল ও শশী পাঁজার 




  শুক্রবার বিকেলে দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী তীব্র আক্রমন করেন জেলবন্দি ছিল এমন দুই মন্ত্রী পার্থ ও জ্যোতিপ্ৰিয়কে। তার পরেই তৃণমূলের পক্ষ থেকে সুর চড়ানো হয়। দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও দেখিয়ে পালটা নরেন্দ্র মোদিকে জবাব তৃণমূলের। দমদমের সভা থেকে এদিন বিতর্কিত ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের প্রসঙ্গ তোলেন মোদি। আর তা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন। আর এহেন মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই জবাব দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নারদা-কাণ্ডের ভিডিও দেখিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এবং ডক্টর শশী পাঁজা। এদিন তৃণমূল ভবনে কুণাল বলেন, ”কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরাই মঞ্চে বসে।”


  দমদমের সভা থেকে এদিন ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতারের পরেও পদ ছাড়তে চাননি। রেশন দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের আরও এক মন্ত্রীকে।” প্রধানমন্ত্রীর কথায় তিনিও ছাড়তে চাননি মন্ত্রিত্ব পদ। মানুষের ভাবনা এঁদের নেই। জনতা ধোকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আর এরপরেই স্পষ্ট হুঁশিয়ারি,”সংবিধানের অপমান মানা হবে না।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.