বিনোদন
গোবিন্দা সুনীতার ডিভোর্স কি আসন্ন? - এই গুঞ্জন অস্বীকার করলো সুনীতা
এই দম্পতির মধ্যে গন্ডগোল চলছে বহু বছর ধরেই। কয়েক বছর আগেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। কিন্তু তখনো সম্পর্ক টিকে ছিল। অন্তত ডিভোর্স হয় নি। এবার খবর যে, ওদের ডিভোর্স আসন্ন, যদিও তা কেউ স্বীকার করে নি। সম্প্রতি সুনীতা আহুজার একটি ভ্লগ ফের উসকে দিল গোবিন্দার সঙ্গে তাঁর ডিভোর্সের বিতর্ক। এর আগে ডিভোর্সের জল্পনায় ইতি টানলেও এবার যে এই খবর সত্যি সেরকমই গুঞ্জন। সূত্র মারফত জানা যাচ্ছে, গোবিন্দার বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা। এই জল্পনা আরও জোরাল হয় যখন সুনীতা তাঁর পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে গিয়ে একটি ভ্লগ বানান। সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ” আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দার সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনও আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা সে কথা আমার শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের উপর ভরসা রাখি। আমি জানি যে যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনই ভালো থাকবে না।” আর এখান থেকেই জোরাল হয় সুনীতা ও গোবিন্দার বিচ্ছেদের জল্পনা। হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা, এমনটাই শোনা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দা ও তাঁর বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, “যাঁরা বিচ্ছেদের কথা বলছেন, তাঁদের প্রশ্ন করুন সত্যি? যদি কারও সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দার মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।”