Type Here to Get Search Results !

বর্ধমানের 'নাগরমারা' জঙ্গলে আজও বেঁচে আছে 'প্রেমের সমাধি'

 বর্ধমানের 'নাগরমারা' জঙ্গলে আজও বেঁচে আছে 'প্রেমের সমাধি'




  বিশ্বে এমন কিছু প্রেম আছে যা মানুষের মুখে মুখে চিরন্তন হয়ে গেছে। তেমনই এক প্রেমের কাহিনী আজ আপনাদের শোনাবো। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের দেবশালা গ্রামের কাছে ঘন জঙ্গলের মাঝেই রয়েছে এক রহস্যময় জায়গা ‘প্রেমের সমাধি’। স্থানীয় মানুষ থেকে যাত্রী, যেই এই পথ দিয়ে যান না কেন, প্রায় সবাই থেমে একবার সমাধির সামনে মাথা নত করেন। গাছের ডাল কিংবা পাতা দিয়ে প্রণাম জানানোর এই রীতি আজও অটুট। কথিত আছে, বহু বছর আগে রাজগড়ে রাজত্ব করতেন এক সামন্ত রাজা। তাঁর রাজকন্যার প্রেমে পড়েন পাশের গ্রামের এক গোয়ালা যুবক। রাজকন্যা-গোয়ালার সেই সম্পর্ক ধরা পড়তেই রাজার নির্দেশে দু’জনকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই জঙ্গলের মাঝেই কবর দেওয়া হয়। এখান থেকেই ‘প্রেমের সমাধি’র জন্ম।


  স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায়, সেই নিষ্ঠুর ঘটনার পর থেকেই এলাকাটি নাগরপোঁতা বা নাগরমারা জঙ্গল নামে পরিচিত। প্রেমিক-প্রেমিকার দেহ মাটিতে পড়ে থাকায় গ্রামবাসীরা শালপাতা দিয়ে তাদের ঢেকে দেন। সেই কারণেই আজও মানুষ শালপাতা দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান। বছরের পর বছর ধরে এই জায়গা ঘিরে এক বিশেষ আবেগ তৈরি হয়েছে। এমনকি ভ্যালেন্টাইনস ডে-তেও এখানে স্থানীয় ও আশপাশের মানুষ মিলিত হয়ে ছোট্ট উৎসবের আয়োজন করেন। তাঁদের কাছে এই সমাধি কেবল ইতিহাস নয়, অমর প্রেমের প্রতীক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.