আজকের আবহাওয়া
সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে ফের একবার ঝড়-বৃষ্টি শুরু বঙ্গে।
আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মোটের উপর এদিন গোটা দক্ষিণবঙ্গেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অধিক বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। কলকাতাতেও সপ্তাহান্ত পর্যন্ত চলবে বৃষ্টি। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ বৃহস্পতিবার মূলত উপরের দিকের বেশ কয়েকটি জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও একইরকম থাকবে পরিস্থিতি। এরপর শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।