Type Here to Get Search Results !

মহাভারতের অজানা কাহিনী

মহাভারতের অজানা কাহিনী 





সমস্ত ভারতভূমিত ইতিহাস নিয়েই গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ মহাকাব্য মহাভারত। সেই মহাভারতের ব্যাপ্তি এতো বড়ো যে তার এমন অনেক ঘটনা বা কাহিনী আছে যা হয়তো আমরা সকলে জানি না। তেমনই কয়েকটি কাহিনী উল্লেখ করছি।


  * প্রথমত দুর্যোধনের আসল নাম ছিল সুয়োধন


আর বাকীদের নাম ছিল সুশাসন, সুচালা ইত্যাদি এবং আমরা দুশাসন, দুশালা ইত্যাদি নয় যার সাথে আমরা পরিচিত। তাদের সকলকে তাদের খারাপ খ্যাতি অনুসারে ডাকনাম দেওয়া হয়েছিল।


  * দুর্যোধন দ্রৌপদীর স্বয়ব্বরে অংশ না নেওয়ার একটি কারণ রয়েছে


কারণ তিনি ইতিমধ্যে কলঙ্গার রাজকন্যা ভানুমতীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনও বিবাহ করবেন না এবং তিনি তাঁর কথা রেখেছিলেন। 


  * সমস্ত কৌরব যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে ছিলেন না


ধৃতরাষ্ট্রের দুই পুত্র, ভিকর্ণা এবং ইউয়ুতসু দুর্যোধনের কাজ কে মানেন নি এবং প্রকৃতপক্ষে দ্রৌপদীকে পাশা খেলায় আটকে থাকার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.