Type Here to Get Search Results !

আর জি কর কাণ্ডে প্রতিবাদী দেবলীনা আর সেভাবে কাজ পাচ্ছে না




আর জি কর কাণ্ডে প্রতিবাদী দেবলীনা আর সেভাবে কাজ পাচ্ছে না 


  স্পষ্ট বোঝা গেছে যে আর জি কর কান্ড নিয়ে রাজ্যের শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ ভালোভাবে নিচ্ছে না শাসক দল। কুনাল ঘোষ একাধিকবার তা বুঝিয়ে দিয়েছেন। এবার তা হারে হারে বুঝতে পারছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ৯ অগাস্ট ২০২৪, বাংলার বুকে এক কালো দিন। আরজি কর কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল দিকে দিকে। খবর শুনে শিউরে উঠেছিলেন সকলে। প্রতিবাদে পথে নেমেছিল আট থেকে আশি। রাজ্যের সর্বস্তরের মানুষেরা প্রতিবাদে হয়েছিলেন সরব। তালিকা থেকে বাদ পড়েনি সিনেদুনিয়াও। সিনেপাড়ার কর্মীরাও পায়ে পা মিলিয়েছিলেন, সাধারণ-সেলিব্রিটি সেদিন মিলে মিশে একাকার হয়ে গিয়েছিলেন পথে। করেছিলেন তাঁরা রাত দখল। সেই তালিকা থেকে বাদ থাকেননি দেবলিনা দত্ত। জেগেছেন রাত, তুলেছেন স্লোগান। তবে সেলিব্রিটিদের যোগদানের সংখ্যা দিন দিন কমতে থাকে। 


  হঠাৎ দেবলীনা লক্ষ করেন তার কাজ দিন দিন কমছে। তিনি বলেন,"কমছে সিনেমা-সিরিয়ালে কাজ। এমনকি খুঁটিপুজোর উদ্বোধনে ডাক এলেও শেষ মুহূর্তে তা হয়ে যাচ্ছে বাতিল।” যদিও সেই মিছিলে পা মিলিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী অপর্ণা সেন। এবার অভিনেত্রীর কাজ না পাওয়া প্রসঙ্গে তিনি বললেন, “যাঁরা প্রযোজক, তাঁরা যদি এগিয়ে না আসেন, তাঁরা যদি এই নাগরিক চেতনার অন্তর্গত না হন, তাহলে একা-একা একটা মেয়ে বা ছেলে কী করবে? এটা যে শুধু, শিল্পের ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে হয়, তা নয়।আমাদের লড়াইটা লড়ে যেতে হবে। ফলে যাঁরা লড়ছেন তাঁদেরকে আমাদের সাহস দিতে হবে। আমরা সাপোর্ট দিতে রাজি আছি। কাউকে টাকা দেওয়া হয়নি, কাউকে ঠিক মতো খাবার দেওয়া হয়নি, আমরা বলে দিতাম, আমরা কাজ করব না। আমি নিজে অনেকবার বলেছি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.