বিনোদন
অঙ্কুশের আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’- হাসির ঝলক প্রকাশ পেলো
মা কালীর কাছে সপাটে চড় খেয়ে মনখারাপ অঙ্কুশ হাজরার। আর সেই চড় খেয়ে শিবের কাছে হাজারটা অভিযোগ করছেন তিনি। কাঁদোকাঁদো গলায় বলছেন, ‘তুমি এভাবে পায়ের তলায় থাকলে আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না। সমস্ত নারীদের উসকে দিয়ে এভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।’ না না, রিয়েল লাইফে নয় রিল লাইফেই ঘটছে এমনটা। আসলে অঙ্কুশের আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর কথা হচ্ছে। শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির প্রি-টিজার। আর সেই ভিডিওর বেশ কিছু ঝলক দেখে হাসি থামিয়ে রাখা কঠিন। উল্লেখ্য, সুমিত-সাহিলের পরিচালনায়‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন।
সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি। ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। মুক্তি পাবে ৯ জানুয়ারি। এদিন ছবির এই প্রি-টিজার সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালোবাসার আশায় থাকলাম। নারী চরিত্র বেজায় জটিল আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে।'
