Type Here to Get Search Results !

' ইমরান খান মানসিক ভাবে অসুস্থ' - পাকিস্তান সেনার মুখপাত্র

 আন্তর্জাতিক 



' ইমরান খান মানসিক ভাবে অসুস্থ' - পাকিস্তান সেনার মুখপাত্র 


   শেষ পর্যন্ত পাকিস্তানের প্রাক্তন  প্রধানমন্ত্রী ইমরান খামকে নিয়ে প্রাথমিক নাটক শেষ হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেছে। এবার দ্বিতীয় নাটক। জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তীব্র আক্রমণ করেছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার তাঁকে পালটা দিল পাক সেনা। সেদেশের সেনার মুখপাত্র লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী ইমরানকে ‘মানসিক ভাবে অসুস্থ’ বলে তোপ দেগে তাঁর অভিযোগ পিটিআই নেতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই তাঁকে দিয়ে এসব বলাচ্ছে। টিভিতে এক ভাষণে শরিফ বলেছেন, ”আত্মপ্রেমী ইমরানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এত বেশি যে, উনি বিশ্বাস করেন আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে আর কোনও কিছুই থাকতে দেব না।”


  সেই সঙ্গেই তাঁর খোঁচা, যাঁরা কারাবন্দি নেতাকে দেখতে যাচ্ছেন তাঁরা আসলে সেনার বিরুদ্ধেই বিষ ছড়াচ্ছেন। উল্লেখ্য, ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন উজমা খান। ঠিক কী বলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী? তাঁর তোপ, ”মুনিরের নীতিগুলি পাকিস্তানের বিপর্যয়ের কারণ। যে কারণে সন্ত্রাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এতে আমি অত্যন্ত ব্যথিত। পাকিস্তানের জাতীয় স্বার্থ নিয়ে ওঁর মাথাব্যথা নেই। উনি যা করছেন তা পশ্চিমি বিশ্বকে তুষ্ট করতে। ইচ্ছাকৃত ভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলেছেন। উদ্দেশ্য, যাতে তাঁকে আন্তর্জাতিক বিশ্ব মুজাহিদ বলে অভিহিত করতে পারে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.