Type Here to Get Search Results !

শাহরুখ-কাজল মানেই যেন সেই ৩০ বছর আগের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

বিনোদন 

শাহরুখ-কাজল মানেই যেন সেই  ৩০ বছর আগের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’



  লন্ডনে এবার সেই 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। সরষে খেতে বাদশার বাহুলগ্না কাজলের ‘তুঝে দেখা তো…’ ম্যাজিক এখনও অব্যাহত। তিনটি দশক ধরে মহারাষ্ট্রের মারাঠা মন্দিরে চলছে ‘ডিডিএলজে’। ধারেকাছে নেই অন্য কোনও ভারতীয় ছবি। এবার এই ক্লাসিক ছবিটির মুকুটে যুক্ত হল নয়া পালক। লন্ডনের লেসিস্টার স্কোয়ারে এক অনন্য সম্মানে ভূষিত হল ছবিটি। এই ছবিরই বিখ্যাত গান ‘ডোলি সাজাকে রাখ না’ গানের পোজে ব্রোঞ্জ নির্মিত শাহরুখ-কাজলের মূর্তি বসল এখানে। আর সেই মূর্তির আবরণ উন্মোচনে সেখানে হাজির থাকলেন খোদ রাহুল-সিমরন! বলে রাখা ভালো, এই প্রথম কোনও ভারতীয় ছবি এই সম্মান পেল।

  শাহরুখ ছিলেন কালো পোশাকে। চোখেও ছিল কালো রোদচশমা। অন্যদিকে কাজল অনন্য হয়ে ওঠেন শাড়িতে। মূর্তির সামনে দাঁড়িয়ে সেই গানটির পোজও দিলেন মহাতারকা জুটি। তবে তাঁদের মাথায় ছিল ছাতা। কেননা ইলশেগুঁড়ি বৃষ্টিতে সেই সময় ভিজছিল লেসিস্টার। তবুও শাহরুখ-কাজলকে দেখতে ভিড় হয়েছিল যথেষ্ট। পৃথিবীর প্রায় যে কোনও প্রান্তেই শাহরুখ খানের নামে জনঅরণ্যের সৃষ্টি হয়। কাজলও এত বছরের কেরিয়ারে জনপ্রিয়তা হারাননি। আর তাঁরা একসঙ্গে দাঁড়ালে যে কী ম্যাজিক হয় আজও, তার প্রমাণ মিলল এদিন! ফিরল আদিত্য চোপড়ার সেলুলয়েড-রূপকথার সেই মুহূর্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.