বনদপ্তরের উদ্যোগে পুরুলিয়ায় গাছে গাছে বসছে পরিবেশ বান্ধব পরিযায়ী পাখির বাসা
পুরুলিয়ায় ধীরে ধীরে কমছে পরিযায়ী পাখির সংখ্যা। এই নিয়ে খুবই চিন্তিত বনদপ্তর। সেই কারণেই পরিযায়ী পাখির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বনদপ্তর। আলোর ঝলকানি ও কোলাহলে হারিয়ে যাচ্ছে পক্ষীকূল। আর তেমন শোনা যায় না পাখিদের কিচিরমিচির। তাই তাদের ফেরাতে গাছে লাগানো হল বিশেষ পরিবেশবান্ধব বাসা। এই বাসা দেখে মনে হবে বনদফতরের বানানো ক্যামোফ্লেজ। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই কাজ করছে বনবিভাগ। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, শীতের এই মরশুমে বহু পরিযায়ী পাখি মাঠা বনাঞ্চলে আসে। তাই তাদের যাতে থাকতে সুবিধা না হয় সেই কারণে পরিবেশবান্ধব কৃত্রিম পাখির বাসা তৈরি করা হয়েছে।
পাখি যাতে ঠিকঠাক ভাবে ওই বাসায় প্রবেশ করতে পারে ও বেরোতে পারে তার ব্যবস্থা নেওয়া আছে। পুরুলিয়ার পর্যটনে এটি একটি নতুন প্রচেষ্টা। তিনি আরও বলেন, এই কৃত্রিম পাখির বাসা থাকলে যেমন পক্ষীকুলের সংখ্যা বাড়বে তেমনই পুরুলিয়ার পর্যটন সমৃদ্ধ হবে। আপাতত ১০টি বাসা দিয়ে এই কাজ শুরু করা হল। আগামী দিনে অযোধ্যা রেঞ্জ ও অন্যান্য পর্যটন কেন্দ্র যেখানে বড় বড় গাছ রয়েছে সেই সমস্ত জায়গাতেও এই কৃত্রিম পাখির বাসা রাখা হবে।
