Type Here to Get Search Results !

পুতিনের ভারত সফর - তৈরী কড়া নিরাপত্তা বলয়


 পুতিনের ভারত সফর - তৈরী কড়া নিরাপত্তা বলয়


  বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছেন। তৈরী হয়েছে কড়া নিরাপত্তা বলয়। পুতিনের সফরের আগে কার্যত দূর্গে পরিণত হচ্ছে রাজধানী দিল্লি। পুতিনের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রস্তুত করা হয়েছে পাঁচস্তরীয় নিরাপত্তাবলয়। থাকছে স্নাইপার, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নজরদারির ব্যবস্থা। রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছে রাশিয়া থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা। একইসঙ্গে থাকছে ভারতের এনএসজি-র শীর্ষ কামান্ডোরাও। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য দু’দিনের ভারত সফরে আসছেন পুতিন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এদেশে দেশে পা রাখবেন রুশ প্রেসিডেন্ট। 


  এবার কার্যত দূর্গে পরিণত করা হচ্ছে রাজধানীকে। সূত্রের খবর, রাশিয়ার শীর্ষস্তরের অন্তত ৫০ জন নিরাপত্তাকর্মী ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। শোনা যাচ্ছে, যে যে পথ ধরে পুতিন যাবেন, সেগুলি ইতিমধ্যেই তাঁরা দিল্লি পুলিশ এবং এনএসজি কমান্ডোদের সঙ্গে গিয়ে খতিয়ে দেখেছেন। ভারতে পা রাখার পরই পুতিনের জন্য প্রস্তুত পাঁচস্তরীয় নিরাপত্তাবলয় সক্রিয় হয়ে যাবে। পাশাপাশি, পুতিনের সঙ্গে আনা হচ্ছে তাঁর বিশেষ ‘পুপ সুটকেস’ এবং ‘পোর্টেবল ল‌্যাবরেটরি’ও। সবদিক দিয়ে দুর্গে পরিনত হচ্ছে দিল্লি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.