মুখ্যমন্ত্রীর আপত্তিতে বহুতলে বুথ করার পরিকল্পনা থেকে সরে এলো কমিশন
বহুতলের বাসিন্দারা আগেই জানিয়ে ছিলেন যে তাদের ক্যাম্পসের মধ্যেই বুথ হলে তাদের প্রাইভেসি নষ্ট হবে। তাও দেখানে বুথ করতে চেয়েছিল কমিশন। কিন্তু সোমবার চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা সেই ভাবনা থেকে সরে আসছে। এক আধিকারিক জানিয়েছেন, আবাসনে বুথ তৈরির জন্য সোমবারের মধ্যে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র দু’টি জেলা থেকে রিপোর্ট এসেছে। তাঁর কথায়, “জেলাশাসকরা জানিয়েছেন যে রাজনৈতিক দল এবং আবাসনগুলির তরফে এ ব্যাপারে তেমন কোনও আগ্রহ দেখানো হচ্ছে না। তাই আবাসনে বুথ তৈরির পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না।” বহুতলে বুথ তৈরিতে কমিশন সিদ্ধান্ত থেকে পিছু হঠা নিয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আবাসনের বাসিন্দারা নিজেদের ‘প্রাইভেসি’ ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।"
মেয়র আরো বলেন, যে সব আবাসনে বিভিন্ন ভাষা, জাতি ও ধর্মের মানুষ বাস করেন, সেখান থেকেও আপত্তি এসেছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জোড়া চিঠি লিখে আবাসনে বুথ তৈরিতে আপত্তি জানিয়েছিলেন। তারই ফলে কমিশন সিদ্ধান্ত রদ করেছে।”
সোমবার বিএলও-দের পারিশ্রমিক বাবদ ৬১ কোটি টাকা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এই খাতে গত সপ্তাহে চিঠি দিয়ে ৭০ কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছিল নবান্নর কাছে। সোমবার প্রথম দফায় ৬১ কোটি টাকা দেওয়া হয়েছে। বাকিটাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে।
.jpeg)