আন্তর্জাতিক
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মরুভূমিতে প্রশিক্ষণের সময় ভেঙে পড়লো মার্কিন নিমন্ত্রণ
বার বার বিমান দুর্ঘটনায় বিপর্যস্ত হচ্ছে আমেরিকা। ফের দুর্ঘটনা আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় ফের ভেঙে পড়ল এফ-১৬ যুদ্ধবিমান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মরুভূমিতে প্রশিক্ষণের সময় আছড়ে পড়ে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬সি ফাইটিং ফ্যালকন বিমানটি। যদিও পাইলটের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। বিমান বাহিনীর বিবৃতিতে দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে এই ঘটনার তদন্ত চলছে। সোশাল মিডিয়ায় বিমান ভাঙার ভিডিও শেয়ার হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে শেষ সময়ে বিমান থেকে বেরিয়ে আসছেন পাইলট।
এরপরে মাটিতে আছড়ে পড়তেই বিমানটিতে আগুন ধরে যায়। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বুধবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানটি নেলিস বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ দলের কাছে ছিল। সান বার্নার্ডিনো কাউন্টি দমকল জানিয়েছে, পাইলট ইজেকশনের সময় “সামান্য” আঘাত পান এবং তাকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৯০ কিলোমিটার দূরে মোহাভে মরুভূমিতে এই দুর্ঘটনা ঘটেছে। ১৯৫৩ সালে গঠিত থান্ডারবার্ডস, লাস ভেগাসের কাছে নেলিস বিমান বাহিনী ঘাঁটিতে মাঝে মাঝে অনুশীলন করে। তারা বিমান প্রদর্শনীতে তাদের বিখ্যাত টাইট ফর্মেশন প্রদর্শন করে এবং একে অপরের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ওড়ার প্রশিক্ষণ দেয়।
.jpeg)