Type Here to Get Search Results !

গ্রীনল্যান্ড নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই - ওটা ডেনমার্ক বা নরওয়েরও অংশ নয় --- জানিয়ে দিলো রাশিয়া


 গ্রীনল্যান্ড নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই - ওটা ডেনমার্ক বা নরওয়েরও অংশ নয় --- জানিয়ে দিলো রাশিয়া


  গ্রীনল্যান্ড নিয়ে এবার আসরে নেমে গেলো রাশিয়ার। এতো আগেই টানাটানি শুরু হয়েছে আমেরিকার সঙ্গে ডেনমার্ক ও নরওয়ের। মঙ্গলবার মস্কোয় সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে লাভেরফ বলেন, “গ্রিনল্যান্ডের বিষয়ে রাশিয়ার কোনও আগ্রহ নেই। ওয়াশিংটনও জানে এই দ্বীপ অধিগ্রহণ করার কোনও পরিকল্পনা মস্কোর নেই। এরসঙ্গেই তিনি যোগ করেন, তবে নীতিগত ও প্রাকৃতিকভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ নয়। এটি নরওয়েরও অংশ নয়। ওটা ছিল আসলে ঔপনিবেশিক জয়। এটাও ঠিক যে, এখানে বসবাসকারী লোকজন গোটা বিষয়ের সঙ্গে সহজ ও অভ্যস্ত হয়ে উঠেছেন। গ্রিনল্যান্ডের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর আমাদেরও নজর রয়েছে।”


  রাশিয়ার বার্তায় স্পষ্ট যে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার দাবিকে সহজে মান্যতা দিতে নারাজ রাশিয়া। বরং গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতেই আগ্রহী তাঁরা। গ্রিনল্যান্ড পৃথক ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে ডেনমার্কের কর্তৃত্বকে অস্বীকার করতে চাইছে মস্কো। যে দাবি এর আগে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেছেন। সেই সুরে সুর মিলিয়ে আসলে আমেরিকা ও ইউরোপের মধ্যে চলমান সংঘাত আরও বাড়িয়ে তুলতে চায় রাশিয়া। তাতে পরোক্ষভাবে লাভবান হবেন পুতিন। উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই দ্বীপ। তবে ট্রাম্পের সেই ইচ্ছার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপের একাধিক দেশ। শেষ পর্যন্ত দেখার, গ্রীনল্যান্ড কোন দেশের অধিকারে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.