আজকের আবহাওয়া
মাঘের শুরু থেকেই শীত বিদায় নেওয়া শুরু করেছে। সরস্বতী পূজার পুণ্য প্রভাতে শীত নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর বলছে, এ যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
পৌষের কনকনে ঠান্ডা আর নেই দক্ষিণবঙ্গে। তবে হালকা শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এদিকে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। সবমিলিয়ে উত্তাপ বাড়ছে।দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্দ্ধমুখী হচ্ছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। ২৬ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। কমবে শীতের আমেজ। তবে কুয়াশার দাপট থাকবে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, শুষ্ক থাকবে আবহাওয়া।
অন্যদিকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর কুয়াশা পড়ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আপাতত আগামী পাঁচ দিন। সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় রোদ থাকলেও গরম ফিল হবে না। তবে ধীরে ধীরে শীতের আমেজ কমবে উত্তরেও।
