আশাকর্মীদের ভিড় বাড়ছে কলকাতায় - প্রস্তুত পুলিশ
বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা ভিড় বাড়াচ্ছে স্বাস্থ্য ভাবনের সামনে। ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা আশা কর্মীদের। দেওয়ার কথা ডেপুটেশন। ইতিমধ্যে ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন আশা কর্মীরা। সকাল থেকেই স্বাস্থ্য ভবন আসার পথে দিকে দিকে পুলিশি বাধার মুখে পড়ছেন। এদিন শিয়ালদহ স্টেশনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়েন আশা কর্মীরা। স্টেশনেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখান থেকেই তুলতে থাকেন স্লোগান।
এদিকে আশা কর্মীদের এই বার্তা দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। সঠিক জানি না। শুনেছি।” অভিযোগ পথেই স্বাস্থ্য কর্মীদের আটকে দিচ্ছে শাসকদলের কর্মীরা। উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক ও সভাপতিকে বাধার অভিযোগ। হোম অ্যারেস্ট করে রাখার অভিযোগ তুলছেন আশা কর্মীরা। রাস্তা আটকালে রাস্তাতেই অবরোধ, হুঁশিয়ারি আশা কর্মীদের ইউনিয়নের।
