Type Here to Get Search Results !

বেগুনি ঝড়ে উত্তাল বাংলা - চিন্তায় শাসক শিবির


 বেগুনি ঝড়ে উত্তাল বাংলা - চিন্তায় শাসক শিবির 


  আশা কর্মীরা সরাসরি দুটো কথা বলে হুঙ্কার দিচ্ছেন - তারা সংখ্যায় ৮০ হাজার আর প্রয়োজনে ২০২৬ ভোটে তারা দেখে নেবে। এই ভাষনের পরে স্বাভাবিক কারণেই চিন্তিত শাসক তৃণমূল। বুধবারের মতো তারা আন্দোলন বন্ধ করেছে। আবার বৃহস্পতিবার সকাল থেকেই শুরু করার হুমকি দিয়েছে। পুলিশ অনেকটাই দিকভ্রান্ত। ফলে বিদ্র্রোহও এখানেই থামাচ্ছেন না। সকাল থেকে দফায় দফায় রাজ্য়জুড়ে ‘বেগুনি বিদ্রোহ’ দেখেছে বঙ্গবাসী। যার প্রাণকেন্দ্র থেকেছে শহর কলকাতা। স্বাস্থ্য ভবনে এই নিয়ে ১৫ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকও হয়েছে। কিন্তু তারপরেও জট কাটেনি। উল্টে আন্দোলনকে আরও জোড়াল করে আগামিকাল পালন হতে চলেছে ধিক্কার দিবস। পাশাপাশি ২৯ দিন পরেও সব দাবি পূরণ হওয়া না-পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানিয়েছেন আশা কর্মীরা। অবশ্য, বকেয়ার আশ্বাস মিলেছে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার সকালে পথে নামেন আশা কর্মীরা। তাঁদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তৈরি হয় উত্তাল পরিস্থিতি। বাড়িয়ে দেওয়া হয় পুলিশের পরিমাণ। জেলা থেকে আসা আশা কর্মীদের আন্দোলনে জুড়তে বাধা দিতে হাওড়া স্টেশন-সহ একাধিক জায়গায় মোতায়েন হয় পুলিশ। চলে ধরপাকড়। ফলত ‘অধিকারের দাবিতে’ পথে নেমে আরও চটে যান আন্দোলনকারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। 


  আশা কর্মীদের বেগুনি পোশাক দেখে কলকাতায় ঢোকার বহু আগেই পুলিশ তাদের ট্রেন বাস থেকে নামিয়ে দিয়েছে। এবার তারা ঠিক করেছেন এবার বাড়ি থেকে সাধারণ পোশাকে এসে স্বাস্থ্য ভবনে এসে বেগুনি পোশাক পরে নেবে। তবুও আন্দোলন তারা চালয়ে যাবে।এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইশমতআরা খাতুন বলেন, ‘রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন চালিয়েছি। আমাকে কাল রাত থেকে ঘরবন্দি করার চেষ্টা করেছে। আশা কর্মীদের আজ হয়রান করা হয়েছে, বিক্ষোভকারীদের পিছনে পুলিশকে লেলিয়া দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে। যে আগুন তারা (রাজ্য সরকার) জ্বালিয়েছে, তাতে তাদেরই পুড়তে হবে।’ আশা কর্মীদের এই আন্দোলনকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাগিয়েছেন রাজ্য়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সাফ কথা, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। যদিও আশা কর্মীরা এই কথা অস্বীকার করেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.