আজকের আবহাওয়া
ঠান্ডা একরকম বিদায় নিয়েছে। কাল মাঘপঞ্চামী। কিন্তু শীতের তেমন আমেজ নেই। সকলের দিকে ঘন কুয়াশা। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর ভারত ও উত্তর-পশ্চিম লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তাপমাত্রা বাড়ছে। উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই কমছে শীতের আমেজ।
রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও পৌষ মাসে যে কনকনে শীত এখন আর নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য চড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রার বড়সড় তারতম্য হবে না। সবমিলিয়ে সরস্বতী পুজোয় দিনের বেলায় গরমই অনুভূত হবে। এদিকে কুয়াশার প্রভাবও রয়েছে। সারা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশা। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি নেই।আগামী এক সপ্তাহ শহর কলকাতাতেও আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আবহাওয়া মনোরমই থাকবে। ভোরের দিকে এবং রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি। তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা। সূর্যের তাপে ঝড়বে ঘাম।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বাড়ছে তাপমাত্রা। দিনের বেলার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে সকাল ও রাতের দিকে শীতের আমেজ রয়েছে ভরপুর। আপাতত উত্তরের উপরের দিকের জেলাগুলিতে একইরকম থাকবে আবহাওয়া। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা এই সমস্ত জেলাগুলিতে ধীরে ধীরে শীতের দাপট কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার প্রভাব থাকবে।
