Type Here to Get Search Results !

মাত্র ৪৫ বছর বয়সে পদ্মচূড়ায় বসলেন নীতিন নবীন

 সম্পাদকীয় 



মাত্র ৪৫ বছর বয়সে পদ্মচূড়ায় বসলেন নীতিন নবীন


  বিজেপির ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় সভাপতি নির্বাচিত হলেন মাত্র ৪৫ বছর বয়সে। সোমবার জাতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া ছিল। সেখানে নিজের নাম জমা দিয়েছিলেন। সূত্রের খবর, কোনও বিরোধী প্রার্থী নেই। তাই নীতিন নবীনের নাম ঘোষণা খালি সময়ের অপেক্ষা। ইনিই বিজেপির সর্বকালের কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হবেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩০টিতে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপরই বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের সূচনা হয়। দলের সংবিধান অনুযায়ী ন্যূনতম ৫০ শতাংশ রাজ্যে এই নির্বাচন হওয়া আবশ্যিক। সেই শর্ত পূরণের পরই ১৬ জানুয়ারি ২০২৬ নির্বাচনী সময়সূচির বিজ্ঞপ্তি জারি করা হয়। একই সঙ্গে প্রকাশিত হয় ভোটার তালিকাও।


  নতুন জাতীয় সভাপতি পেয়ে সকলেই খুশি। বিশেষ করে যে রাজ্যে পশ্চিমবঙ্গের মতো সামনেই ভোট আছে সেই রাজ্যের নেতারা তো খুবই খুশি। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, দুপুর ২টো থেকে ৪টের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ছিল। এই সময়ের মধ্যেই জাতীয় সভাপতি পদে নীতিন নবীনের পক্ষে মোট ৩৭ সেট মনোনয়নপত্র জমা পড়ে। তার মধ্যে ৩৬টি মনোনয়ন এসেছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। একটি মনোনয়ন জমা দিয়েছে বিজেপির সংসদীয় দল। প্রতিটি মনোনয়নপত্রেই ২০ জন করে প্রস্তাবকের স্বাক্ষর রয়েছে। যাচাইয়ের পর সমস্ত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। আপাতত জাতীয় সভাপতি পদে একমাত্র নাম হিসেবে নীতিন নবীনের নামই চূড়ান্ত। ফলে ভোটাভুটির প্রয়োজন পড়ছে না বলেই জানা গিয়েছে। যদিও দলীয় সূচি অনুযায়ী প্রয়োজনে ২০ জানুয়ারি ভোট হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে নীতিন নবীনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই প্রবল। আনুষ্ঠানিক ঘোষণা হবে ২০ জানুয়ারি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.