Type Here to Get Search Results !

এবার SIR নিয়ে কি আগুন জ্বলতে চলেছে মুর্শিদাবাদে?


 এবার SIR নিয়ে কি আগুন জ্বলতে চলেছে মুর্শিদাবাদে?


  মুর্শিদাবাদ মানেই যেন বিক্ষোভের জেলা, আগুনের জেলা। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল এই জেলা। কয়েকদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বেলডাঙায়। এসআইআর-এ চূড়ান্ত ভোটার তালিকা বের হওয়ার পর কি ফের অশান্তি হতে পারে মুর্শিদাবাদে? এসআইআর নিয়ে মুর্শিদাবাদের তৃণমূলের একের পর এক বিধায়কের হুঙ্কারে এই নিয়ে প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই ব্যাপক ভাঙচুর হয় বিডিও অফিসে। বিষয় SIR। মনিরুল বলেন," নিজে বাঁচার জন্য, আগামী প্রজন্মকে বাঁচাতে তৈরি থাকুন। বলার অনেক কিছু ছিল। আমি শুধু ইশারায় বলব, ১৯ তারিখ (এখন পর্যন্ত ঠিক রয়েছে, ১৪ ফেব্রুয়ারি তালিকা বেরবে) ফাইনাল লিস্ট বেরবে। তখন যদি সব ঠিকঠাক হয়, নচেত দেখবেন চারিদিকে আগুন জ্বলছে। কিছু করার করার নেই। ধুক ধুক করে মরার থেকে লড়াই করে মরা আমি মনে করি সার্থক।” 


  আবার রঘুনাথগঞ্জের বিধায়ক অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন,

" আমি এটুকু বলি, নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, যেদিন ফাইনাল তালিকা বেরবে, সেদিন মানুষের যে ক্ষোভ বিস্ফোরণ হবে, নির্বাচন কমিশন তার দায়িত্ব নেবে? এখানকার বৈধ ভোটারদের নাম বাদ গেলে, সেদিন যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়ভার নেবে কমিশন? এটা আমি জানতে চাই।” স্বাভাবিক কারণেই মনে হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে হয়তো আবার জ্বলতে পারে মুর্শিদাবাদ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.