দরকার হলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে ব্ল্যাক লিস্ট করা হবে ' - মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় চমকে ওঠে সুজিত বসু
জুলাই ২৩, ২০২৪
0
'দরকার হলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে ব্ল্যাক লিস্ট করা হবে ' - মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় চমকে ওঠে সুজিত বসু
মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে মিটিং করেন। পুজোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর তিনি বিশেষ জোর দেন। এদিন মুখ্যমন্ত্রী পুজো বৈঠকে অনুদান বৃদ্ধির কথাও ঘোষণা করেন। ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানান। ঘোষণা করেন, পরেরবার এই টাকা বাড়িয়ে এক লক্ষ করে দেবেন বলেও। ফায়ার এবং ইলেকট্রিসিটিতে ছাড়ের কথাও ঘোষণা করেন। এভাবে বিদ্যুৎ ছেড়ের ফলে চাপ বাড়ছে CESC র উপর। আর তারা সরকারকে না জানিয়ে পুজোর আবেই বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ মাশুল।
মুখ্যমন্ত্রী উত্তর কোলকাতার একাধিক পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ আনেন। মমতা বলেন, পুজো উপলক্ষে এমন কিছু করা যাবে না, যাতে মানুষের প্রবল ভিড় হয়, মানুষ বিপদে পড়ে। এ কথা বলতে গিয়েই তিনি উল্লেখ করেন, সুজিত বসুর শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। এর ফলে বহু মানুষ বিমান মিস করে। এ জিনিস চলতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন, 'সুজিতের শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা পুরো জ্যাম হয়ে যায়।' এভাবে চললে, প্রয়োজনে ওই পুজো কমিটিগুলোকে ব্ল্যাক লিস্ট করা হবে। স্বাভাবিক কারণেই চিন্তার চাপ পরে মন্ত্রী সুজিত বসুর কপালে।