দুর্গাপুজো ২০২৪ - উৎসবের কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
জুলাই ২৩, ২০২৪
0
দুর্গাপুজো ২০২৪ - উৎসবের কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার বিকেল ৪টের সময় বাংলার সমস্ত পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে নেতাজি ইনডোরে সভা করলেন মুখ্যমন্ত্রী। কয়েক বছর ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করেন পুজো কমিটিগুলো। গত কয়েক বছর ধরেই কোলকাতার পুজোর সঙ্গে সমানে টক্কর দিছে জেলার পুজো। জেলায়-জেলায় পুজোর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ দিন তিনি বললেন, 'এখন তো মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করে দি। মা মহালয়ার সময় থেকেই বাংলার পুজোয় চলে আসেন। আমরা দুর্গাপুজোকে এক বিভিন্ন ধর্মের সমন্বয় হিসাবে পালন করি। আপনারা মহিলা ও ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসাবে কাজে নিন। ওদের কাজে লাগান। তবে পুজোর জন্য, সাধারণ মানুষের সমস্যা করা যাবে না। ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, আর সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন, সেটা আমি পছন্দ করি না। তিনি বলেন, সবাইকে ঠাকুর দেখার সমান সুযোগ দিতে হবে।
তিনি বলেন, এবারের পুজোতে বৃষ্টির সম্ভাবনা আছে। সেভাবেই সবাইকে প্যান্ডেল তৈরী করতে হবে। পাশাপাশি, তিনি সমস্ত ধর্মের সাধারণ মানুষকে এই উৎসবে মিলিত হতে বলেন। সব শেষে তিনি ঘোষণা করেন, এ বারের পুজোয় কত টাকা করে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে। তিনি বলেন, বিদ্যুতের ছাড় এ বার দেওয়া হবে, আগের বার ছিল ৬৬ শতাংশ, সেটা বেড়ে হবে ৭৫ শতাংশ। তার পরে মমতা বলেন, এ বারে ক্লাবগুলিকে দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। মুখ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঠিক আছে ১৫ তারিখ কার্নিভাল হবে। পুজো কমিটির অনুদান এক ধাক্কায় ৭০ হাজার থেকে ৮৫ হাজার করা হয়েছে। সকলেই খুবই উল্লোসিত।
Tags