উঃ ২৪ পরগনা
বারাসাতেও চালু হল ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপ
গণতন্ত্রের মূল ভিত্তি হলো, কত মানুষের কাছে কত দ্রুত পৌঁছানো যায়। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা পৌরসভার মতো বারাসাতে চালু হয়ে গেলো 'হ্যালো কাউন্সিলর’ অ্যাপ। কলকাতা পুরসভার আদলে এবার উত্তর ২৪ পরগনার জেলা সদর শহর বারাসাতেও চালু হল ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপ। ব্যতিক্রমী এই উদ্যোগের সূচনা করেছেন বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা: সুমিত কুমার সাহা। লক্ষ্য একটাই, তার এলাকার প্রতিটি নাগরিকের বাড়ির দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া। যা আরও সহজ ও কার্যকর হবে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে। এদিন তার চালু করা ‘হ্যালো কাউন্সিলর’ অ্যাপটির মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সরাসরি তাদের ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
জানাতে পারবেন রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা দৈনন্দিন সমস্যার কথা। শুধু তাই নয়, একাকীত্বের সমস্যাতেও, কাউন্সিলর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বলেও জানান। সেক্ষেত্রে ভ্রমণ হোক বা পিকনিক আয়োজন করে এলাকাবাসীদের বিনোদনের ব্যবস্থা করবেন এই জনপ্রতিনিধি। তার ওয়ার্ডে কয়েক হাজার মানুষের বসবাস, এলাকার মাঝ বরাবর গিয়েছে রেললাইন। তাই লাইনের দুই পাড়ের বাসিন্দারা যাতে সমান পরিষেবা পান, সে বিষয়টি মাথায় রাখা হয়েছে এক্ষেত্রে। ডাঃ সুমিত কুমার সাহা জানান, এই অ্যাপ সেই ব্যবধান ঘোচাতে সাহায্য করবে। মানুষ ঘরে বসেই তাদের সমস্যার কথা জানাতে পারবেন, আর আমি যথাসাধ্য দ্রুত সমাধান করার চেষ্টা করব।