Type Here to Get Search Results !

মধু সংগ্রহ করে নিশ্চিন্তে বাড়ি ফিরলেন মৌলেরা

 দঃ ২৪ পরগনা 


মধু সংগ্রহ করে নিশ্চিন্তে বাড়ি ফিরলেন মৌলেরা 



  প্রতি বছর সুন্দরবন সঞ্চলের মৌলদের এটা রকটা জীবনযুদ্ধ। মাসাধিক সময়ের জন্য তারা চলে যায় সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহের পর বন দফতরের এর সহযোগিতায় কড়া নিরাপত্তার মধ্যে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা বাঘের হামলা না পড়ে নির্বিঘ্নে মধু সংগ্রহ করে বাড়ি ফিরল মৌলেরা। খুশি পরিবার। প্রতি বছরের মতো এ বছরও মধু সংগ্রহ করতে সুন্দরবনের গভীর জঙ্গলে রওনা দিয়ে ছিলেন মৌলেরা। মৈপীঠের প্রত্যন্ত গ্রাম নগেনাবাদ। সেখানে কয়েক হাজার মৌলে ও মৎস্যজীবী দের বাস। নদীতে মাছ-কাঁকড়া জঙ্গলে মধু সংগ্রহ পেট চালান তাঁরা। 


  মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে প্রায়শই বাঘের হামলার মুখে পড়েন। অনেকের প্রাণও যায়। হিংস্র শ্বাপদের সঙ্গে ঘন জঙ্গলে, কিংবা ঝড়বৃষ্টির সময় উত্তাল নদীতে তারা মধু সংগ্রহ করেন। মধু সংগ্রহ করার ছাড়পত্র দিয়েছিল বন দফতর। তাঁদের নির্দিষ্ট রুটের মধ্যে থাকতে বলা হয়েছিল। তার বাইরে গিয়ে মধু সংগ্রহ না করার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁদের। নির্দেশ ছিল বনবিভাগের ক্যাম্প অফিসে রাত কাটাতে হবে তাঁদের। জঙ্গলে তাঁদের জন্য পুলিশ ও বনবিভাগের নৌকা টহল দিতে দেখা গিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.