দৌলতবাদে সমবায় সমিতির নির্বাচন কেন্দ্র করে উত্তেজনা
দৌলতবাদে সমবায় সমিতির নির্বাচন কেন্দ্র করে উত্তেজনা। পুলিশ এর সঙ্গে ধুন্ধুমার ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ভোটগ্রহণ কেন্দ্রে আশেপাশেই জড় হতে থাকে তৃণমূল ও কংগ্রেসের বাম জোট সমর্থক। কিছুক্ষণ পরেই তৃণমূল ও কংগ্রেস এর মধ্যে বচসা শুরু হয়। এর পরে হাতাহাতি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, দৌলতাবাদ থানার পুলিশ লাঠিচার্জ করে।
মুর্শিদাবাদের দৌলতাবাদ সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র তৃণমূল ও কংগ্রেস সিপিএম জোটের মহারাজপুর এস কে ইউ এস লিমিটেডর।আজ ভোট ছিল,মোট ছটি জোনে ভোট চলছিল।মোট ভোটার ছিল ১৫৬ জন।
অভিযোগ তৃণমূল কংগ্রেস ভোট দানে বাধা সৃষ্টি করে বিভিন্ন জায়গা থেকে আসা ভোটারদের ওপর আক্রমণ করা হয়, তাদের মারধর করা হয়।পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে সবকিছু দেখেও তারা প্রতিরোধ করেনি।কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে এখানে কংগ্রেস ও সিপিএমের জোট জেতার পর্যায়ে রয়েছে, সেই কারণেই এই আক্রমণ ।
এই ঘটনায় কংগ্রেসের দুজন ও তৃণমূলের তিনজনকে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ।