পাথর মাফিয়াদের প্রানঘাতি হামলায় ছয়জন সাংবাদিক গুরুতর ভাবে আহত হওয়ার ঘটনায় ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগ
গতকাল রাতে মালবাজারে বালি পাথর মাফিয়াদের প্রানঘাতি হামলায় ছয়জন সাংবাদিক গুরুতর ভাবে আহত হন। এই হামলার ঘটনা কে তীব্র নিন্দা,ধিক্কার জানিয়ে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে রবিবার সকালে জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কে ডেপুটেশন দেওয়া হয়। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার কে দাবি পত্র ইমেইল করে পাঠানো হয়।