প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে
কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ ঘণ্টা আরও বেশি বৃষ্টি হবে মুম্বইয়ের বেশকিছু এলাকায়।কুরলা, সায়ন, দাদর ও পারেল-সহ বেশ কয়েকটি নিচু এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে সকাল থেকেই দৃশ্যমানতা কম থাকায় গণপরিবহণে প্রভাব পড়েছে। এদিকে রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান ও হারবর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে।
