গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের কারণে কালিয়াগঞ্জের শেঠ কলোনীর মানুষেরা এখনো আতঙ্কিত
কালিয়াগঞ্জের শেঠ কলোনী এলাকার মানুষেরা এখনো আতঙ্কিত একের পর এক গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের কারণে , এখনো প্রতিবেশিরা বাড়িতে গ্যাস জালাতে ভয় পাচ্ছে। এলাকা মানুষেরা আরো বলেন যেভাবে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হচ্ছিল ফলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাড়ি থেকে গ্যাস সিলেন্ডার নিয়ে বাইরে বেরিয়ে আসে। ভোর রাত থেকে বৃষ্টি হলেই বাড়ির সামনে প্রচুর মানুষের সমাগম রয়েছে। বাড়িতে কেউ নেই,বাড়ি তালা মারা অবস্থায় রয়েছে। বাড়ির কর্নধার নিতাই মহন্ত গুরুতর আহত হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি আজ সকালে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে বাড়ি শিল করে দেওয়া হয়েছে। কলকাতা থেকে ফরেন্সসিক টিম আসছে ঘটনার তদন্তে।
